Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিকসভার সিন্ধান্ত সমূহ

মাসিকসভার সিন্ধান্ত সমূহ সর্ব সম্মত হয়ে বিভিন্ন বিষয সিদ্ধান্ত নেয়

ক্রমিক নং

আলোচ্য সূচী

আলোচনা

সিদ্ধান্ত

দায়িত্বপ্রাপ্ত সংস্থা/ব্যক্তি

০১

ঈদ-উল আজহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচীর খাদ্য সাহায্য প্রদানের লক্ষে উপকারভোগীর তালিকা প্রনয়ন ।

সভাপতি সাহেব সভাকে জানান ঈদ-উল আজহা/২০১২ উপলক্ষে ভিজিএফ কর্মসূচীর খাদ্য সাহায্য প্রদানের লক্ষে ১২৬৪ টি উপকারভোগীর নামের তালিকা প্রনয়ন করতে হবে । তালিকা প্রনয়নে ভিজিএফ নীতিমালা অনুসরন করতে হবে ।সভাপতি সাহেব উপস্থিত সদস্যদের কে ইউনিয়নের হতদরিদ্র ও দূস্থদের তালিকা হতে বাছায় করে ১২৬৪ টি পরিবারের নাম চুড়ান্ত করার জন্য অনুরোধ করেন ।

সভায় বিস্তারিত আলোচনান্তে ইউনিয়নের হতদরিদ্র ও দূস্থদের তালিকা হতে বাছায় করে ১২৬৪ টি পরিবারের নাম সংযুক্ত তালিকা অনুসারে চুড়ান্ত করে অনুমোদন করা হয় । চুড়ান্ত  তালিকা কর্তৃপক্ষের অনুমোদনের জন্য প্রেরনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য চেয়ারম্যান সাহেব কে অনুরোধ করে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় ।

চুড়ান্ত  তালিকা প্রস্তুত  করনের জন্য ইউপি সচিব ।

০২

২০১২-২০১৩ অর্থ বছরের ‘অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান’ কর্মসূচীর ১ম পর্যায়ের কাজ আরম্ভ করার লক্ষে সর্দারের নাম সহ উপকারভোগী শ্রমিক , প্রকল্প ও প্রদল্প বাস্তবায়ন কমিটির তালিকা প্রণয়ন ।

সভাপতি সাহেব সভাকে জানান ২০১২-২০১৩ অর্থ বছরের ‘অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান’ কর্মসূচীর ১ম পর্যায়ের কাজ আরম্ভ করার লক্ষে সর্দারের নাম সহ উপকারভোগী শ্রমিক , প্রকল্প ও প্রদল্প বাস্তবায়ন কমিটির তালিকা প্রণয়ন করতে হবে ।২২ জন শ্রমিকের নাম ও শ্রমিক সর্দারের নাম চুড়ান্ত করতে হবে । সভাপতি সাহেব উপস্থিত সদস্যদের কে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহনের জন্য অনুরোধ করেন ।

সভায় বিস্তারিত আলোচনান্তে ২০১২-২০১৩ অর্থ বছরের ‘অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান’ কর্মসূচীর ১ম পর্যায়ের কাজ আরম্ভ করার লক্ষে সর্দারের নাম সহ উপকারভোগী শ্রমিক , প্রকল্প ও প্রদল্প বাস্তবায়ন কমিটির তালিকা গৃহীত হয় ।

প্রকল্পের নাম:দূর্গাপুর ইউনুচ মিয়ার বাড়ী হতে ঈদগাহ মাঠ ভায়া বারিক মোল্যার বাড়ী পর্যন্ত রাস্তা মাটিদ্বারা সংস্কার ।

প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি:

১। দিপংকর শিকদার-ইউপি সদস্য ।

শ্রমিকের নামের তালিকা :

সংযুক্ত ছকে ।

সর্দারের নাম:

চুড়া