মাসিকসভার সিন্ধান্ত সমূহ সর্ব সম্মত হয়ে বিভিন্ন বিষয সিদ্ধান্ত নেয়
ক্রমিক নং | আলোচ্য সূচী | আলোচনা | সিদ্ধান্ত | দায়িত্বপ্রাপ্ত সংস্থা/ব্যক্তি |
০১ | ঈদ-উল আজহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচীর খাদ্য সাহায্য প্রদানের লক্ষে উপকারভোগীর তালিকা প্রনয়ন । | সভাপতি সাহেব সভাকে জানান ঈদ-উল আজহা/২০১২ উপলক্ষে ভিজিএফ কর্মসূচীর খাদ্য সাহায্য প্রদানের লক্ষে ১২৬৪ টি উপকারভোগীর নামের তালিকা প্রনয়ন করতে হবে । তালিকা প্রনয়নে ভিজিএফ নীতিমালা অনুসরন করতে হবে ।সভাপতি সাহেব উপস্থিত সদস্যদের কে ইউনিয়নের হতদরিদ্র ও দূস্থদের তালিকা হতে বাছায় করে ১২৬৪ টি পরিবারের নাম চুড়ান্ত করার জন্য অনুরোধ করেন । | সভায় বিস্তারিত আলোচনান্তে ইউনিয়নের হতদরিদ্র ও দূস্থদের তালিকা হতে বাছায় করে ১২৬৪ টি পরিবারের নাম সংযুক্ত তালিকা অনুসারে চুড়ান্ত করে অনুমোদন করা হয় । চুড়ান্ত তালিকা কর্তৃপক্ষের অনুমোদনের জন্য প্রেরনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য চেয়ারম্যান সাহেব কে অনুরোধ করে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় । | চুড়ান্ত তালিকা প্রস্তুত করনের জন্য ইউপি সচিব । |
০২ | ২০১২-২০১৩ অর্থ বছরের ‘অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান’ কর্মসূচীর ১ম পর্যায়ের কাজ আরম্ভ করার লক্ষে সর্দারের নাম সহ উপকারভোগী শ্রমিক , প্রকল্প ও প্রদল্প বাস্তবায়ন কমিটির তালিকা প্রণয়ন । | সভাপতি সাহেব সভাকে জানান ২০১২-২০১৩ অর্থ বছরের ‘অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান’ কর্মসূচীর ১ম পর্যায়ের কাজ আরম্ভ করার লক্ষে সর্দারের নাম সহ উপকারভোগী শ্রমিক , প্রকল্প ও প্রদল্প বাস্তবায়ন কমিটির তালিকা প্রণয়ন করতে হবে ।২২ জন শ্রমিকের নাম ও শ্রমিক সর্দারের নাম চুড়ান্ত করতে হবে । সভাপতি সাহেব উপস্থিত সদস্যদের কে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহনের জন্য অনুরোধ করেন । | সভায় বিস্তারিত আলোচনান্তে ২০১২-২০১৩ অর্থ বছরের ‘অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান’ কর্মসূচীর ১ম পর্যায়ের কাজ আরম্ভ করার লক্ষে সর্দারের নাম সহ উপকারভোগী শ্রমিক , প্রকল্প ও প্রদল্প বাস্তবায়ন কমিটির তালিকা গৃহীত হয় । প্রকল্পের নাম:দূর্গাপুর ইউনুচ মিয়ার বাড়ী হতে ঈদগাহ মাঠ ভায়া বারিক মোল্যার বাড়ী পর্যন্ত রাস্তা মাটিদ্বারা সংস্কার । প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি: ১। দিপংকর শিকদার-ইউপি সদস্য । শ্রমিকের নামের তালিকা : সংযুক্ত ছকে । সর্দারের নাম: | চুড়া |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস